বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। এক যুগ পার করে ফেললেও এখনও বিতর্ক এড়াতে পারেনি টুর্নামেন্টটি। প্রতি আসরেই কোনো না কোনো কারণে বিতর্কিত হয় বিপিএল। এবার আসর শুরুর আগেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এবারের বিপিএলে থাকছে না গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল।
আজ শেষ হচ্ছে ১২তম বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনের সময়। জানা গেছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি চেয়ে এরই মধ্যে বোর্ডের কাছে আবেদন করেছে। তবে এই মৌসুমে থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
সোমবার (২৭ অক্টোবর) রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২টি ফ্র্যাঞ্চাইজির আবেদন করেছে বলে জানা গেছে। দল দুটি গেলো বারের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস ও নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ফাইটার্স।
এবার ৫ থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবি’র। আজ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করার কথা আছে। সন্ধ্যায় বিষয়গুলো নিয়ে সভায় বসার কথা বোর্ড কর্তাদের। সেখানে চূড়ান্ত করা হবে কারা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি।
১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের ড্রাফট। তবে প্লেয়ার্স ড্রাফটের পর খুব একটা সময় পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু তড়িঘড়ি করে মাঠে নেমে নিজের নাম নষ্ট করতে চান ফরচুন বরিশালের মালিক।
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সময় চেয়েছিলাম, কিন্তু ওনারা (বোর্ড) সময় দেই নাই। আমার প্রোপোজাল ছিল অন্য কোনো একটা স্লটে যেন খেলা হয়।’
প্লেয়ার্স ড্রাফট এখনও হয়নি, যদিও ১৭ নভেম্বর হওয়ার কথা রয়েছে। তবে ড্রাফটের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তার কয়েক দিন পরই শুরু হয়ে যাবে খেলা। তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান চান না তড়িঘড়ি করে মাঠে নামতে গিয়ে নিজের নাম খারাপ হোক।
‘এখন পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট হয় নাই। প্লোয়ার্স ড্রাফটের পরে আপনি এক মাসও সময় পাবেন না। এক মাসে ওই জিনিসগুলো (খেলোয়াড়দের সামগ্রী) আনা যায় না। পরে ওই যে খেলতে নামতে হবে পলিথিন পরে, ওই যে দেখেন নাই চিটাগং নামছিল। আমি চাই না আমার নাম খারাপ হোক। প্রয়োজনে খেলবো না।’
তবে ফরচুন বরিশাল যে আর ফিরবে না তা কিন্তু নয়। ভক্ত-সমর্থকদের একেবারে নিরাশ করেছেন, তা-ও কিন্তু নয়। ভক্তদের জন্য বিবৃতি দিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান। তবে সবকিছু ঠিক থাকলে এক মৌসুম পর আবারও বিপিএলে ফেরার আশ্বাস দিয়েছেন তিনি।
আইকে/টিএ