অস্ট্রেলিয়া সফরের শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। খবর ছড়িয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি, অবস্থাও নাকি চিন্তার। তবে এখন স্বস্তির খবর—সফল অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠেছেন ভারতের এই ব্যাটার।
ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ৩০ বছর বয়সী আইয়ার সম্প্রতি পেটের একটি অস্ত্রোপচার করেছেন, যা স্প্লিন (প্লীহা) ইনজুরির কারণে করা হয়। সিডনির তৃতীয় ওয়ানডেতে এক ডাইভ দিয়ে ধরা ক্যাচের সময় মাটিতে পড়েই এই ইনজুরি পান তিনি। তখনই অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত সার্জারি করতে হয়।
ঘনিষ্ঠ সূত্রগুলো ক্রিকবাজকে জানিয়েছে, এটি ছিল তুলনামূলক ছোট একটি অস্ত্রোপচার, তবে চিকিৎসকরা তাঁকে অন্তত আরও পাঁচ দিন বিশ্রামে থাকতে বলেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ, আইসিইউ থেকেও বের হয়েছেন। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং দলীয় চিকিৎসক ডা. রিজওয়ান খান তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জানা গেছে, বিসিসিআই ইতিমধ্যে আইয়ারের পরিবারের এক সদস্যের অস্ট্রেলিয়া যাত্রার ব্যবস্থাও করেছে।
মঙ্গলবার পর্যন্ত আইয়ার স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন, ফোনে কথা বলছেন এবং স্থানীয় বন্ধুদের সহায়তায় নিজের কাজও নিজেই সামলাচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে ভারতীয় টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়েছেন, “আমরা প্রথম দিনেই ওর খবর জানতে চাই। তখন ফোনে যোগাযোগ করতে পারিনি, পরে ফিজিও কামলেশ জানায়, ও স্থিতিশীল। এখন আমরা নিয়মিত কথা বলছি। ওর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে, এখন অনেক ভালো আছে।”
দিনের শেষদিকে বিসিসিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আইয়ারের ইনজুরি সময়মতো শনাক্ত করা গিয়েছিল এবং রক্তক্ষরণও দ্রুত বন্ধ করা সম্ভব হয়েছে। মঙ্গলবারের পুনরায় করা স্ক্যানে দেখা গেছে, তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নত। বিবৃতিতে আরও বলা হয়, ‘বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে শ্রেয়াসের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
বিশ্বকাপের আগে ঘনঘন ইনজুরিতে ভোগা আইয়ারের জন্য এই সুসংবাদ নিঃসন্দেহে স্বস্তির—নিজের দৃঢ়তা ও শৃঙ্খল মানসিকতার জন্য যিনি সব সময়ই ভারতের ড্রেসিংরুমে পরিচিত মুখ।
আইকে/টিএ