২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ইতিমধ্যে তারা বেশ কয়টি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে এক ভিন্নধর্মী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে দেশটি। মরুর বুকে ভূপৃষ্ঠ থেকে ৩৫০ মিটার বা ১,১৫০ ফুট উচ্চতায় একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি।
সৌদি আরব ভবিষ্যতের ক্রীড়া স্থাপত্যে বিপ্লব আনতে চায় বলে জানিয়েছে। বিজ্ঞান এবং কল্পনার মতো একটি স্টেডিয়ামের নকশাও তৈরি করেছে তারা। মরুভূমির উপর ৩৫০ মিটার ঝুলন্ত ফুটবল স্টেডিয়ামটির নাম ঠিক করা হয়েছে স্কাই স্টেডিয়াম। ভবিষ্যতের স্টেডিয়ামটি ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য প্রদর্শন করা হবে।
বিশাল উদ্যোগটি বাস্তবায়িত হবে এনইওএম প্রকল্পের আওতায়। বর্তমানে দেশের উত্তর-পশ্চিমে গড়ে উঠছে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল মেগাসিটি। সৌদির তাবুক প্রদেশে দা লাইন নামের শহর নির্মাণ করছে এনইওএম। শহরটি প্রদেশের এক মাথা থেকে আরেক মাথায় ১৭০ কিলমিটার লম্বা লাইনের মতো আড়াআড়িভাবে চলে যাবে।
এনইওএমের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতিবেদন অনুসারে, স্টেডিয়ামটি ভূপৃষ্ঠ থেকে ১,১৫০ ফুট উচ্চতায় নির্মিত হবে। দা লাইনের একটি আকাশচুম্বী ভবনের উপরে এ স্টেডিয়াম নির্মাণ হবে হবে। এনইওএমের এ স্মার্ট সিটি, মরুভূমির মধ্য দিয়ে লম্বাভাবে যাবে, যা অতি-আধুনিক টাওয়ারের সমন্বয়ে গঠিত হবে।
প্রায় ৪৬,০০০ দর্শকের জন্য নির্মিত হবে স্কাই স্টেডিয়ামটি। দর্শকদের জন্য থাকবে উচ্চগতির লিফট এবং স্বচালিত ক্যাপসুল পরিবহন। ভেন্যুটি ২০২৭ সালে নির্মাণ শুরু হবে এবং ২০৩২ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হল, টেকসই নির্মাণের উপর জোর দেয়া। পুরো কমপ্লেক্সটি কেবল সৌর এবং বায়ুশক্তি দ্বারা চালিত হবে। ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরও বিশাল বিশাল পরিকল্পনা নিচ্ছে। সব ঠিক থাকলে এটি হতে পারে সর্বকালের সর্বোচ্চ উচ্চতার বৃহৎ স্টেডিয়াম।
এসএস/টিএ