বলিউডের কিংবদন্তি অভিনেত্রী পারভিন ববি আবারও আলোচনায় তবে সিনেমা বা গ্ল্যামার নয়, এবার তাঁর উচ্চারণ নারীর আত্মমর্যাদার পক্ষের এক দৃপ্ত ঘোষণা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “একজন নারী হিসেবে আমার অহংকার আছে, আমার গৌরব আছে। আমি কখনোই কোনো পুরুষের ‘ট্যাগ’ হতে পারি না!”
পারভিন ববি জানান, সমাজে এখনও নারীদের সাফল্যকে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করতে চায় পুরুষতান্ত্রিক ধ্যানধারণা। তিনি বলেন, “আমার পরিচয় আমি নিজেই। কোনো সম্পর্ক, কোনো পুরুষ বা কোনো ট্যাগের গায়ে ঝুলে থাকা পরিচয় আমি নই।”
তিনি আরও বলেন, যুগ যত আধুনিক হচ্ছে, তত যেন গভীর হচ্ছে নারীর প্রতি মানসিক অসম্মান। “শুধু সামনে এসে ক্ষমতা দেখানো নয়, মানসিকভাবে নারীকে আত্মনির্ভর হতে হবে এইটুকু আমাদের বুঝতে হবে,” বক্তব্যে যোগ করেন তিনি।
পারভিন ববির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত তরুণ প্রজন্মের নারীদের মধ্যে তাঁর এই কথাগুলো নতুন অনুপ্রেরণা হিসেবে ছড়িয়ে পড়ছে। নারীর আত্মপরিচয় ও স্বাধীনতার প্রতি যে দৃঢ় বার্তা তিনি রেখেছেন, তা এখন ট্রেন্ডিং আলোচনার কেন্দ্রে।
এসএস/টিএ