আইসিসির নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার সোবহানা মোস্তারী এবং ফারজানা হক পিংকি। চলমান ওয়ানডে বিশ্বকাপে ভালো করার সুবাদে এসেছে এই উন্নতি। এছাড়া বাংলাদেশের বাকি ক্রিকেটারদের বেশিরভাগই র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন।
বাংলাদেশের ওপেনার ফারজানা হক ১ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে রয়েছেন ৪৬ নম্বরে। এছাড়া ২ ধাপ উন্নতি করেছেন আরেক টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারী, রয়েছেন ৫৫ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে এখনও সবচেয়ে এগিয়ে আছেন শারমিন আক্তার সুপ্তা। তবে ১ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২ ধাপ পিছিয়ে চলে গেছেন ৩৬ নম্বরে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। ৮২৮ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। বাংলাদেশ ম্যাচে আলো ছড়িয়ে ক্যারিয়ারসেরা ৮২৮ রেটিংয়ে পৌঁছেছেন স্মৃতি। ৬ ধাপ এগিয়ে ২য় স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। এছাড়া দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ২ ধাপ উন্নতি করে রয়েছেন ৩ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। ২য় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং, ৫ ধাপ উন্নতি করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা আক্তার, রয়েছেন আগের অবস্থান ১৩ নম্বরেই। এছাড়া রাবেয়া খান ১ ধাপ পিছিয়ে আছেন ২০তম স্থানে। ৩৩ নম্বরে রয়েছেন আরেক টাইগ্রেস ফাহিমা খাতুন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন রাবেয়া এবং ফাহিমা। ১ ধাপ পিছিয়ে ফাহিমা ৩১ এবং ২ ধাপ পিছিয়ে রাবেয়া রয়েছেন ৩৩ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।
এসএস/টিএ