গেলো মৌসুমে রেকর্ড পরিমান রাজস্ব আয় করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। ২০২৪-২৫ সিজনে তাদের মোট রাজস্ব ৮৩৭ মিলিয়ন ইউরো। এক আনুষ্ঠানিক বিবৃতিতে যা নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গেলো মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে পিএসজি'র। প্রথমবারের মতো তারা ঘরে তোলে আরাধ্যের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি জিততে না পারলেও, ফ্রেঞ্চ জায়ান্টরা খেলেছে দাপটের সঙ্গে। যার ফলও পেয়েছে তারা।
গেলো মৌসুমে রেকর্ড আয় করেছে ক্লাবটি। যার সর্বাধিক ৩৬৭ মিলিয়ন ইউরো এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে। এছাড়া, ম্যাচ ডে'তে মাঠে দর্শক উপস্থিতি থেকে তাদের আয় ১৭৫ মিলিয়ন ইউরো। পার্ক দে প্রিন্সেসে টানা ১৭০টি ম্যাচের সব টিকিট বিক্রি করার বিরল রেকর্ডও আছে ক্লাবটির দখলে।
গত মে মাসে ফোর্বস পিএসজির মূল্য ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে, যা বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবগুলোর মধ্যে সপ্তম স্থানে ছিল। রিয়াল মাদ্রিদ ৬.৭৫ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকার শীর্ষে ছিল। আর ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্য নিয়ে সবচেয়ে মূল্যবান ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে ছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে রেকর্ড পরিমান রাজস্ব আয় করলেও, লাভ কিংবা ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। গেলো মৌসুমে ৮০৬ মিলিয়ন ইউরো রাজস্ব আয় হলেও, তাদের ক্ষতি পরিমান দাঁড়িয়েছিলো ৬০ মিলিয়ন ইউরো। ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেট কিনে নেয় পিএসজি।
ইএ/এসএন