রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ব্যর্থতার তীরে পাকিস্তান। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৫ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে সালমান আঘার দল।
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা বাবর আজমের অঘটন! টি-টোয়েন্টিতে দীর্ঘ এক বছর পর মাঠে ফেরে পাকিস্তানের এই তারকা এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসালেন। বাবর ছুঁলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির এক বিব্রতকর রেকর্ড।
বাবর এদিন করবিন বোশের বলে দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন সাজঘরে। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে অষ্টমবারের মতো ‘ডাক’ মারলেন তিনি। সমান করলেন শহীদ আফ্রিদির অনাকাঙ্ক্ষিত রেকর্ড। পাকিস্তানের ইতিহাসে এখন তিনি যৌথভাবে তৃতীয় সর্বাধিক ডাক পাওয়া ব্যাটার তিনি।
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক:
১️. উমর আকমল – ১০
২️. সাইম আয়ুব – ৯
৩️. বাবর আজম – ৮
৩️. শহীদ আফ্রিদি – ৮
৫️. কামরান আকমল – ৭
৫️. মোহাম্মদ হাফিজ – ৭।
আরপি/এসএন