আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক অনন্য বিশ্বরেকর্ডের মালিক বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ১২১টি ইনিংসে বল করে ১১৫১টি ডট বল দিয়ে তিনি এখন এই ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ ডট বল প্রদানকারী বোলার। এই অর্জনের পাশাপাশি ১৫২টি উইকেট শিকার করে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও নিজের অবস্থান ধরে রেখেছেন।
ডট বলের তালিকায় মুস্তাফিজুর রহমান পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে। সাউদি ১২৩ ইনিংসে ১১৩৮ ডট বল করে এখন দ্বিতীয় স্থানে আছেন। সাউদির শিকার করা উইকেটের সংখ্যা ১৬১, যা টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
এই তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৫ ইনিংসে বল করে সাকিবের ডট বলের সংখ্যা ১০৭৮ পাশাপাশি তার দখলে রয়েছে ১৪৮টি উইকেট। তালিকার চতুর্থ অবস্থানে আছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। যদিও তিনি এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি (১৭৯টি), তবুও ১০৬ ইনিংসে তার ডট বলের সংখ্যা হলো ১০০১।
শীর্ষ দশে স্থান পাওয়া অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ, নিউজিল্যান্ডের স্পিনার মিশেল স্যান্টনার, পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি, ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।
এছাড়াও, মুস্তাফিজ ও সাকিবের পাশাপাশি বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও এই তালিকায় আছেন। তিনি ৮২ ইনিংসে ৮৪৯ ডট বলের মাধ্যমে তালিকার দশম স্থানে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
ইএ/এসএন