অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ভয়াবহ চোটে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ঝাঁপিয়ে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে তিনি বাঁদিকের পাঁজরে মারাত্মকভাবে আঘাত পান। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিডনির একটি হাসপাতালের আইসিইউতে দু'দিন কাটাতে হয়েছিল। তবে স্বস্তির খবর হলো, আইয়ারের অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে বের করা হয়েছে।
শ্রেয়াস আইয়ারের পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে আইসিইউ থেকে বের হওয়ার খবর তার সতীর্থ ও ভক্তদের স্বস্তি দিয়েছে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করেছেন। সূর্যকুমার যাদব বলেন, 'আমরা তার সঙ্গে কথা বলেছি। ইনজুরির কথা শোনার পরই কল দিয়েছিলাম। পরে ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জানতে পারি তার অবস্থা স্থিতিশীল।'
ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিতে যাওয়া সূর্যকুমার বলেন, আইয়ারের চোটটি বাইরে থেকে দেখে স্বাভাবিক মনে হলেও, ড্রেসিংরুমে যাওয়ার পর পরিস্থিতি গুরুতর বলে বোঝা যায়। দলের চিকিৎসক ও ফিজিও দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইয়ার ইনজুরিতে পড়েছিলেন। ওই ম্যাচে ভারত স্বাগতিকদের দেয়া ২৩৭ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। দুই দল এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে, যার প্রথম ম্যাচ বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।
ইএ/এসএন