পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০১৮ সালের আসরে দলসংখ্যা বাড়ায়। ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় মুলতান সুলতানস। ৭ আসর পর আবার দলসংখ্যা বাড়াচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। ২০২৬ সালের আসরে অংশ নেবে ৮টি দল।
২০২৬ সালে ১১তম আসরের আগে নতুন দুই দল ঠিক করতে নিলাম বসাবে পিসিবি। দল ঠিক হওয়ার পর তাদের কয়েকটি শহরের নাম দেওয়া হবে, সেখান থেকে হোমভেন্যু বেছে নিতে হবে। পিএসএল সিইও সালমান নাসের এই তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাসের বলেন, ‘নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম অনুষ্ঠান হবে। সব ঠিক হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিকে কয়েকটি শহরের নাম দেওয়া হবে, সেখান থেকে নিজেদের পছন্দমতো একটিকে হোমভেন্যু হিসেবে নিতে হবে।’
তিনি বলেন, ‘পরিকল্পনাটা হলো, পিএসএল ১১’র জন্য নতুন দুটি দল। দরপত্রর কার্যাদি শুরু হবে নভেম্বরে। অনেকেরই আগ্রহ আছে। আমরা সবগুলো (অপশন) দেখব। মনে হচ্ছে বিডারদের মধ্যে ভালো প্রতিযোগিতা হবে।’
নাসের এর আগে জানিয়েছিলেন, পিএসএলের ভেন্যুসংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে ম্যাচ অনুষ্ঠিত হয় চারটি ভেন্যুতে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি। ২০২৬ সালের আসরে ভেনুসংখ্যা ২টি বাড়িয়ে ৬ করতে চায় কর্তৃপক্ষ। ‘আমার মনে হয়, আমাদের পক্ষ থেকে ও অংশীদারদের মধ্যে থেকে সবাই ভেনুসংখ্যা বাড়াতে আগ্রহী। আমরা আসলেই পিএসএল১১ ৬টি শহরে করার কথা ভাবছি।’
নতুন দুই ভেন্যু হিসেবে নাম আসছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও পেশোয়ারের ইমরান খান স্টেডিয়ামের। দুটি ভেন্যু ঠিক হলে পিএসএল হতে পারে হোম-অ্যাওয়েভিত্তিতে। নাসের বলেন, ‘পেশোয়ারের ইমরান খান স্টেডিয়াম প্রায় প্রস্তুত। পিএসএল ও আন্তর্জাতিক ম্যাচের উপযোগী করে তুলতে হালকা কিছু সংস্কার করতে হবে। আমি ভেন্যুতে গিয়েছি, যেসব জায়গায় সংস্কার করতে হবে সেগুলো চিহ্নিত করেছি।’
এসএস/এসএন