নভেম্বর মাসকে টার্গেট করে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেশি-বিদেশি মীরজাফরদের কবলে পড়েছি। বুধবার রাতে নিজের চ্যানেল ‘তিনতন্ত্রে’ দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।
গোলাম মাওলা রনি বলেন, গত ১৪ মাসে নানা গুজব ও বাস্তব সমস্যায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য নেই, নতুন বিনিয়োগ নেই; ব্যবসায়ীরা চাহিদামতো বিদ্যুৎ পাচ্ছেন না, গ্যাসের সরবরাহ নেই। এরইমধ্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার আলাপ, এরসঙ্গে বন্দরের মাশুল চার্জ বহুগুণ বৃদ্ধি এসব সমস্যার কারণে বিদেশিরা দেশের অবস্থা জানতে চাচ্ছেন।
তিনি বলেন, পুলিশের মাত্র কয়েকজন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ করছেন। অন্যদিকে, সারা দেশের পুলিশ সদস্যরা কিন্তু রমনা জোনের ডিসি মাসুদের মতো হতে পারছেন না।গ্রামাঞ্চলের থানাগুলোতে পুলিশদের ওপর মানসিক টর্চার চলছে।
তিনি আরো বলেন, এরই মধ্যে আসছে নভেম্বর মাস। আমাদের জাতীয় জীবনে এই নভেম্বর মাস টানাপড়েনের মাস, ভাঙা-গড়ার মাস। ইতিহাসের ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেশি-বিদেশি মীরজাফরদের কবলে পড়েছি।
এই মুহূর্তে অর্থনৈতিক সংকট চরম। আমাদের স্বপ্ন আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা তলানিতে। সব কিছু মিলিয়ে প্রত্যেকটি ঘণ্টা আমাদের জন্য নিত্য-নতুন আতঙ্ক তৈরি করছে। কাজেই সংশ্লিষ্টদের প্রতি আহ্বান সবাই সতর্ক থাকুন।
এসএস/এসএন