যমজ সন্তানের বাবা হওয়ায় দেরিতে দলের সঙ্গে যোগ দেবেন ক্যাবরেরা

১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আগামীকাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাও হোটেলে ম্যানেজার আমের খানের কাছে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। কাল থেকে ক্যাম্প শুরু হলেও জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আসছেন বিলম্বে। 

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, 'কোচ সম্প্রতিক যমজ সন্তানের বাবা হয়েছেন। পারিবারিক কারণে তিনি কিছুটা বিলম্বে ২ কিংবা ৩ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন। কিংসের ফুটবলাররা আসার পর ৪ নভেম্বর থেকে মূলত পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে। এর আগে সহকারী কোচ ও অন্যান্য স্টাফরা কাজ করবেন।'

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের তালিকা প্রেস বিজ্ঞপ্তি প্রদান করত বাফুফে। হ্যাভিয়ের ক্যাবরেরা আসার পর বাফুফে এখন অন্য সংস্কৃতি শুরু করেছে। রিপোর্টিং করার পরও আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের নাম প্রকাশ করে না। তবে ইতোমধ্যে আজ আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন সহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর ফুটবলারদের আগামীকাল ক্লাবে ফুটবলারদের ক্যাম্পে ছাড়ার অনুরোধ করে চিঠি দিয়েছে বাফুফে। কিংস বাদে অন্য ক্লাবগুলোর মধ্যে আবাহনী থেকে সর্বোচ্চ ছয় জন (মিতুল, শাকিল, আল আমিন, মোরসালিন, ইব্রাহীম ও কাজেম শাহ) ডাক পেয়েছেন। কিংস ছেড়ে যাওয়া তারিক কাজীকেও আগামীকাল ক্যাম্পে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে ফেডারেশন।

১৩-১৪ জন দিয়ে ফুটবলে পূর্ণাঙ্গ অনুশীলন হয় না। ফলে ৪-৫ দিন বাফুফের অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ নিয়ে ম্যানেজারের ব্যাখ্যা, 'কিংস বাদে অধিকাংশ ক্লাবেই ছুটি চলছে। ফলে খেলোয়াড়রা একটু আগেভাগে আসলে ফিটনেস নিয়ে কাজের সুযোগ থাকবে। এজন্যই এ রকম পরিকল্পনা।'

গত কয়েক বছর ধরে জাতীয় ফুটবল দলের ক্যাম্প হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়ে আসছে। এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের জন্য আরচ্যারি ফেডারেশন ইন্টারকন্টিনেন্টালে অতিথি দেশের আরচ্যার, কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা করেছে। এজন্য বাফুফে এবার ক্যাম্প হোটেল সোনারগাওতে করছে।

১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মিয়ানমার ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে না আসায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হচ্ছে না। আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের সময় আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে মিডিয়ায় অনেক বুলি আওড়িয়েছিলেন। এখন যখন খেলা হচ্ছে না তখন নেই কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি কোনো নির্বাহী কমিটির কাউকে। জাতীয় দলের ম্যানেজার আমের খানকে বিকেলের দিকে বাফুফে ভবনের নিচে অপেক্ষারত সাংবাদিকদের সামনে ঠেলে দেয়া হয়েছিল এই ইস্যুতে কথা বলতে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ট্রাম্প Oct 30, 2025
img
সড়ক দুর্ঘটনা যেন জাতির স্থায়ী অভিশাপ : কাদের গনি Oct 30, 2025
img
এনসিপি আরেকটি মওদুদীবাদী প্রক্সি দল হয়ে উঠছে : রাশেদ খান Oct 30, 2025
img
নাচের মঞ্চে আগুন, তবু থামলেন না কৌশানি Oct 30, 2025
img
ন’টা-পাঁচটার চাকরির মতোই আমাদের জীবন : সৌরসেনী মৈত্র Oct 30, 2025
img
সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই : মো. তারেক রহমান Oct 30, 2025
img
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী Oct 30, 2025
img
আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে: শুভশ্রী Oct 30, 2025
img
জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: ফখরুল Oct 30, 2025
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Oct 30, 2025
img
জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি: মির্জা ফখরুল Oct 30, 2025
img
রাজনীতিকে নয়, ব্যক্তিত্বকে প্রাধান্য দিচ্ছেন টলিউড তারকা দেব Oct 30, 2025
img
যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী Oct 30, 2025
img
ভক্তদের মনে ছোঁয়া দিল অনুপম রায়ের ভাবুক পোস্ট Oct 30, 2025
img
শান্তি উদ্যোগের জন্য ট্রাম্পের প্রশংসায় চীনা প্রেসিডেন্ট Oct 30, 2025
img
দুবাইয়ে নির্মাণ হচ্ছে পানির উপর ভাসমান জাদুঘর Oct 30, 2025
img
আগারগাঁওয়ে সমাবেশ শেষে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে জামায়াত Oct 30, 2025
img
রাজনীতির খেলাটা জমে উঠতে শুরু করেছে : জিল্লুর রহমান Oct 30, 2025
img
এপ্রিলে চীন সফরে যাবেন ট্রাম্প Oct 30, 2025
img
বাবা হতে চলেছেন ‘বাহুবলি’র বল্লালদেব Oct 30, 2025