বোলিংয়ে ভালো করেও বারবার ব্যাটিং ব্যর্থতায় হারতে হচ্ছে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেছে টাইগাররা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ খোয়াতে হল স্বাগতিকদের।
আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ব্যাটারদের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল লিখেন, 'একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ রিয়াদ আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি, বিশেষ করে মিডল অর্ডারে।'
'এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগাংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না, এটা সত্যিই কষ্টদায়ক।'
'চিটাগাংয়ের উইকেট সবসময় ব্যাটসম্যানদের সহায়ক থাকে, কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি। প্রশ্নটা থেকেই যায় , ভুলটা আসলে কোথায় হচ্ছে? কেন বারবার এমন অবস্থানে গিয়েও আমরা ম্যাচ হারাচ্ছি?'
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হোপ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ।
আইকে/টিএ