আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি করলেন ইব্রাহিম জাদরান। আরও চারজন খেললেন কার্যকর ইনিংস। সম্মিলিত চেষ্টায় বড় পুঁজি গড়ল আফগানিস্তান।পরে মুজিব উর রাহমান ও আজমাতউল্লাহ ওমারজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না জিম্বাবুয়ে।
হারারেতে বুধবার প্রথম টি-টোয়েন্টিতে ৫৩ রানে জিতেছে আফগানিস্তান। ১৮০ রান করে তারা স্বাগতিকদের ১২৭ রানে গুটিয়ে দিয়েছে।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা ওমারজাই। ব্যাট হাতে একটি করে ছক্কা-চারে ২১ বলে ২৭ রান করার পর, বোলিংয়ে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ম্যাচের সফলতম বোলার মুজিব ৩ ওভারে ২০ রান দিয়ে ধরেন ৪ শিকার।
পুরো ম্যাচে ফিফটি করতে পারেন কেবল ইব্রাহিম। ১ ছক্কা ও ৬টি চারে ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলেন আফগান ওপেনার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম ও রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটে ভালো শুরু পায় আফগানিস্তান। ১ ছক্কা ও ৬টি চারে গুরবাজ ৩৯ রান করে ফিরলে ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি।
দ্বাদশ ওভারে জোড়া শিকার ধরে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান সিকান্দার রাজা, পরে যদিও সেটা হয়নি। ৩১ বলে ফিফটি ছোঁয়া ইব্রাহিমকে ফেরানোর পরের বলে দারভিশ রাসুলিকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন জিম্বাবুয়ে অধিনায়ক।
মুজারাবানিও পরপর দুই বলে উইকেট নেন; ফেরান সেদিকউল্লাহ আতাল ও মোহাম্মদ নাবিকে। একটি করে ছক্কা-চারে ২২ বলে ২৫ রান করেন সেদিকউল্লাহ। টি-টোয়েন্টিতে আফগান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার শূন্য রানে ফেরার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন নাবি।
ওমারজাই ও শাহিদউল্লাহর ব্যাটে দেড়শ ছাড়ায় আফগানিস্তানের রান। ৪টি চারে ১৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন শাহিদউল্লাহ।
রান তাড়ায় জিম্বাবুয়ের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ওমারজাই ও মুজিবের ছোবলে ৩০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার ব্রায়ান বেনেট ১ ছক্কা ও ৩ চারে করেন ২৪ রান। পরের চার ব্যাটসম্যানের তিনজনই রানের খাতা খুলতে পারেননি, একজন করেন কেবল ১ রান।
ম্যাচ থেকে ছিটকে পড়া জিম্বাবুয়েকে কিছুক্ষণ টানেন ব্র্যাড ইভান্স ও টিনোটেন্ডা মাপোসা। তাদের ৫৩ রানের জুটিতেই মূলত একশ পার করতে পারে স্বাগতিকরা।
১৫ বলে ৫ চারে দলের সর্বোচ্চ ৩২ রান করেন মাপোসা। ২ চারে ২৪ রান আসে ইভান্সের ব্যাট থেকে।
একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮০/৬ (গুরবাজ ৩৯, ইব্রাহিম ৫২, সেদিকউল্লাহ ২৫, রাসুলি ০, ওমারজাই ২৭, নাবি ০, শাহিদউল্লাহ ২২, রাশিদ ৮; এনগারাভা ৪-০-৩৮-০, মুজারাবানি ৪-০-৪১-২, ইভান্স ৩-০-৩৩-১, মাপোসা ৩-০-২৬-০, রাজা ৪-০-২০-৩, বার্ল ২-০-১৯-০)
জিম্বাবুয়ে: ১৬.১ ওভারে ১২৭ (বেনেট ২৪, মারুমানি ০, টেইলর ০, রাজা ১, বার্ল ০, মুনিয়োঙ্গা ২০, মুসেকিওয়া ১৬, ইভান্স ২৪, মাপোসা ৩২, এনগারাভা ৫*, মুজারাবানি ১; ওমারজাই ৪-০-২৯-৩, মুজিব ৩-০-২০-৪, ফারিদ ৩-০-২৭-০, আহমাদজাই ২.১-০-২০-২, রাশিদ ২-০-১৩-০, শাহিদউল্লাহ ২-০-১৮-০)
ফল: আফগানিস্তান ৫৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আফগানিস্তান
এমআর