খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (২৯শে অক্টোবর) বিকেলে দেওয়ানপাড়া এলাকা থেকে পাচারের সময় এই কাঠগুলো জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই অবৈধ কাঠ পাচারের পেছনে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ২৪ আর্টিলারি ব্রিগেডের আওতাধীন ৩২ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। উদ্ধারকৃত আনুমানিক চার হাজার ঘনফুট কাঠ এরই মধ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ে জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আইকে/এসএন