অস্ট্রেলিয়ায় ফিরল ফিল হিউজের মৃত্যুর স্মৃতি! ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের এই ক্রিকেটারের। এবার ঘাড়ে বল লেগেছে ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভেন্টিলেশনে আছেন তিনি।
মেলবোর্নে ফার্নট্রি গালি প্রতিযোগিতায় ঘটেছে এই ঘটনা। ওয়ালি টিউ রিজার্ভের মাঠে চলছিল খেলা। আচমকা একটি বাউন্সার সেই ব্যাটারের ঘাড়ে লাগে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় এই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্রিকেট অট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘সেভেন নিউজ মেলবোর্ন’ জানিয়েছে, প্রাথমিকভাবে মাঠেই চিকিৎসা দেয়া হয় সেই ক্রিকেটারের। এরপর মোনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় সেই ক্রিকেটারকে। সেখানেই ভেন্টিলেশনে আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ক্রিকেট ভিক্টোরিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আহত ক্রিকেটারের চিকিৎসার সব দায়িত্ব তাদের। ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটাররা ঠিকমতো সুরক্ষার দিকে নজর রাখছেন কি না, সেই বিষয়ে নজর রাখার জন্য ক্লাবগুলোকে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড।
২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগেছিল হিউজের। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।
আইকে/এসএন