পাকিস্তান এবং সৌদি আরব তাদের পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে একটি নতুন অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চালু করেছে। এই কাঠামোর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করা।
সৌদি আরবের রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের নবম সংস্করণের ফাঁকে গত সোমবার (২৭শে অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সময় এই কাঠামো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তি উভয় সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করতে, বেসরকারি খাতের মুখ্য ভূমিকা বাড়াতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান বাড়াতে সাহায্য করবে।
এই নতুন কাঠামোর আওতায় বেশ কিছু কৌশলগত এবং উচ্চ-প্রভাবশালী প্রকল্প নিয়ে আলোচনা করা হবে।
তথ্যসূত্র ডন।
আইকে/এসএন