টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি নিজের অনুভূতি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সবসময় পুরুষ সুপারস্টারদের ‘মেগাস্টার’ বলা হয়ে থাকে, আর অনুরাগীরা তাকে ভেবেছেন অন্যভাবে। এবার সেই বিষয়েই ভাষ্য দিয়েছেন শুভশ্রী।
তিনি জানিয়েছেন, “আমি শুধু পুরুষদেরকেই বলতে শুনেছি, সুপারস্টার মেগাস্টার। তাই হয়তো আমার অনুরাগীরা ভেবেছে, যদি লেডি সুপারস্টার বলি, তাহলে ওই ট্যাগটা দেওয়া যাবে।” এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, শুভশ্রী নিজের অর্জন ও জনপ্রিয়তাকে একটি নতুন মাত্রায় দেখতে শুরু করেছেন।
ভক্তরা তার কথায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, “শুভশ্রীর জন্য এটি একদম প্রাসঙ্গিক—তার পরিশ্রম আর জনপ্রিয়তা তো নিঃসন্দেহে লেডি সুপারস্টারের যোগ্য।” অন্য কেউ বলেছেন, “পুরুষদের সঙ্গে তুলনা না করে, নিজের পরিচয় আলাদা করে নেওয়া সুন্দর।”
শুভশ্রী গাঙ্গুলী এই মন্তব্যের মাধ্যমে শুধু নিজের অবস্থানই দৃঢ় করেননি, একই সঙ্গে অন্যান্য নারী শিল্পীদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন—যে কেউ নিজস্ব কণ্ঠে, নিজস্ব প্রতিভায় ‘সুপারস্টার’ হতে পারে।
এসএন