জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। বুধবার (২৯ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে রাশিদ খানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮০ রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে ১৬.১ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা।
আফগানদের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান। ৩৩ বলে ৫২ রান করেন এই ওপেনার। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। এছাড়াও, ওমারজাই ২৭ এবং সিদ্দিকুল্লাহ অটল করেন ২৫ রান। জিম্বাবুয়ের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা।
জবাবে কোনো প্রতিরোধই করতে পারেনি জিম্বাবুয়ে। ৩০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ রান আসে আটে নামা টিনোটেন্ডা মাপোসার ব্যাট থেকে। ১৫ বলে ৩২ রান করেন তিনি। ইভান্স ও বেনেটের ব্যাট থেকে আসে ২৪ রান।
জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিয়েছেন মুজিব-উর রহমান। ৩ ওভারে ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। তিনটি উইকেট নেন ওমারজাই, ২ উইকেট নেন আবদুল্লাহ আহমেদজাই।
আইকে/এসএন