রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, রাজনীতির খেলাটা জমে উঠতে শুরু করেছে। যে অস্থিরতা, অনিশ্চয়তার আশঙ্কা সেটা গাঢ় হতে শুরু করেছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ঐকমত্য কমিশন তার রিপোর্ট সরকার প্রধানের কাছে দিয়েছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে।
তাদের প্রস্তাবনা তারা দিয়েছেন। ঐকমত্য কমিশনের প্রধান আর বাংলাদেশ সরকারের প্রধান কিন্তু একই ব্যক্তি, প্রফেসর মুহাম্মদ ইউনূস। কাজেই ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে, তার সঙ্গে সরকারপ্রধানের ভিন্নমত থাকার কোনো কারণ নেই।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর না করলেও এনসিপি জুলাই সনদের বাস্তবায়নের আদেশের যে প্রক্রিয়া, ঐকমত্য কমিশনের প্রধান সেটাকে ইতিবাচকভাবে দেখছেন।
জামায়াতে ইসলামী একইভাবে ইতিবাচকভাবে দেখছে।
জিল্লুর বলেন, জামায়াত এখন অনেক বড় প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। সব কিছু তাদের নিয়ন্ত্রণে। এই সরকার, অন্যান্য প্রশাসনসহ অন্য অনেক কিছুই তাদের অনেকখানি নিয়ন্ত্রণে।
এমনকি আন্তর্জাতিক সম্পর্কগুলো তাদের নিয়ন্ত্রণে এই অর্থে যে, বাকি রাজনৈতিক দলগুলো ওই এনগেজমেন্টটা করতে পারছে না কারো সঙ্গে। তাদের কনভিন্সিং পাওয়ার, তাদের হোমওয়ার্ক অনেক বেশি অ্যাডভান্স।
জিল্লুর আরো বলেন, জামায়াতে ইসলামীর যে ফাঁকি, যে কথার মারপ্যাঁচ— এগুলো যদি খুব সূক্ষ্মভাবে কেউ ধরে কাজ করতেন, পাল্টা ন্যারেটিভ তৈরি করতেন সেটা অনুপস্থিত।
আইকে/এসএন