বাংলা গানের জাদুকর অনুপম রায় মানেই দর্শকের কাছে মনের কথার সুর। ভালোবাসা, হারানো, জীবনের ছোট ছোট সত্য—সবকিছুই যেন তার গানে মিশে থাকে জীবনের মতো বাস্তব করে। এবার সেই অনুপম রায় শেয়ার করলেন এক গভীর আত্মজিজ্ঞাসা।
ফেসবুক পোস্টে অনুপম লিখেছেন, “ব্যর্থতা যখন আসে, আশার স্বপ্ন দেখি। সাফল্য যখন আসে, তখন সতর্ক হই। মনে হয়, যে কোনো সময় পড়ে যেতে পারি।” কয়েকটি সাধারণ বাক্য হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক শিল্পীর জীবনের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা।
সাফল্যের আলোয় যখন অনেকে হারিয়ে যান, অনুপম তখন সাফল্যকেও দেখছেন এক ধরণের পরীক্ষা হিসেবে। ব্যর্থতার মুহূর্তে যে স্বপ্ন টিকিয়ে রাখে মানুষকে, সাফল্যের সময় সেই স্বপ্নই হয়ে ওঠে ভয়—যদি তা হারিয়ে যায়!
অনুপমের এই কথাগুলো ভক্তদের মনে দাগ কেটেছে। কেউ লিখেছেন, “এই কারণেই অনুপম রায়ের গান আমাদের হৃদয়ের এত কাছে।” আবার কেউ বলছেন, “সফল মানুষরা যখন এমন বিনয়ী কথা বলেন, তখনই বোঝা যায় তারা কতটা বাস্তব।”
গান, লেখা আর চিন্তায় অনুপম রায় সব সময়ই অন্যদের থেকে আলাদা। তাই হয়তো তার কয়েকটি শব্দই হয়ে ওঠে অনেকের জীবনের আয়না।
এসএন