আবারও ইরানে হামলার ছক কষছে ইসরায়েল। চলতি মাসে, যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক প্রতিবেদনে চাঞ্চলকর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালেস্টিক মিসাইল উৎপাদন বাড়িয়েছে তেহরান। যা তেলআবিবের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত জুনে দেশটির এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে ইসরায়েলকে। পাশাপাশি বলা হচ্ছে, যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্র সেগুলোও আবারও পুনর্নির্মাণ করছে ইরান। সংস্কার করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। যে কারণে আবারও দেশটিতে হামলা চালাতে চান নেতানিয়াহু।
এনবিসির দাবি, এখন হামলার অনুমতি পেতেই যুক্তরাষ্ট্র যাচ্ছে নেতানিয়াহু। ইরানের এসব তৎপরতা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্যও হুমকি ট্রাম্পকে এমন বার্তা দিতে চান তিনি। সম্ভাব্য এ অভিযানে যুক্তরাষ্ট্রকেও অংশ নেয়ার আহ্বান জানানো হবে বলেও জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি। এনবিসি জানতে চাইলেও এ বিষয়ে অবশ্য ইসরায়েল সরকার মন্তব্য করতে রাজি হয়নি।
সম্প্রতি, ট্রাম্প বলেছেন, আনুষ্ঠানিক কোনো সফরে আসছেন না নেতানিয়াহু। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রহেই ফ্লোরিডার মার-ই-লাগোতে আয়োজন করা হবে এই বৈঠকের।
এমআর/টিএ