রাজনীতি নয়, নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়েই মানুষ চিনুক এমন বার্তা দিয়েছেন টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “রাজনীতি-রাজনীতির জায়গায়। আমি কী দলের সঙ্গে যুক্ত, সেটা আমার পরিচয় নয়, আমি কী ব্যবহার করছি সেটা আমার পরিচয় হতে পারে।”
দেবের মতে, জনপ্রতিনিধি হিসেবে কাজ করা এবং শিল্পী হিসেবে কাজ করা দুটো সম্পূর্ণ ভিন্ন দায়িত্ব। তিনি চান মানুষ তাকে শুধু দলের রাজনীতিক হিসেবে নয়, একজন অভিনেতা, একজন মানুষ হিসেবে দেখুক।
দেব আরও বলেন, “আমার চিন্তা সবসময় মানুষকে নিয়ে, রাজনীতি নিয়ে নয়। আমি যা ব্যবহার করি, যা উপস্থাপন করি, সেটাই আমার আসল পরিচয়।”
তার এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, তার এই মন্তব্য বর্তমান সময়ের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে।
এমকে/এসএন