প্রায়ই ট্রলের মুখে পড়েন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কখনও তার ব্যক্তিজীবন, আবার কখনও শরীর নিয়ে। মুসলিম ছেলে বিয়ে করার কারণেও বহু কথা শুনতে হয়েছে নেটিজেনদের। কিন্তু এসব পরিস্থিতি তিনি কীভাবে সামলান, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন।
সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে অভিনেত্রী জানান, বছরের পর বছর ধরে নেতিবাচক মন্তব্য সামলানোর আলাদা কৌশল তৈরি করে নিয়েছেন তিনি; আত্মবিশ্বাস আর রসবোধ দিয়েই জবাব দেন কটাক্ষকারীদের।
খোলামেলা আলোচনায় সোনাক্ষী বলেন, ‘আমি খুব কম সময়ই তাদের জবাব দিই। কিন্তু যখন দিই, তখন বুঝে নিতে হয় ওরা সীমা ছাড়িয়েছে।
সাধারণত আমি এসব উপেক্ষা করি। তবে কখনও মনে হয়, এই কে রে তুই? আমাকে এমন বলার সাহস তোর হলো কীভাবে? কম্পিউটারের ওপারে বসে থাকা এক অচেনা লোক, আর তুই আমাকে অপমান করবি? আচ্ছা, এবার তোকে দেখাই।’
শোনা যায়, একবার ‘আন্টি’ বলায় ব্লক এক নেটিজেনকে ব্লক করে দিয়েছিলেন সোনাক্ষী। এ প্রসঙ্গে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ‘তোমাকে আনব্লক করব শুধু আবার ব্লক করার জন্য!’
অভিনেত্রীর এমন রসিক উত্তর মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই তার আত্মবিশ্বাস ও হাস্যরসের প্রশংসা করেন।
এমআর