ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটি এতদিন অক্ষত ছিল। ১৯৯২-৯৩ মৌসুমে ইতালির ক্লাব এসি মিলান টানা ১৩ ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল। উড়তে থাকা জার্মান জায়ান্ট বায়ার্ন এবার সেই রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখল।
             
        
জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে কোলোনিকে ৪-১ গোলে হারিয়ে এ কীর্তি গড়ল বাভারিয়ানরা। এই জয় ২০২৫-২৬ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতেছে ভিনসেন্ট কোম্পানির দল।
জার্মান জায়ান্টরা চলতি মৌসুমে এ পর্যন্ত ম্যাচও খেলেছে ১৪টি যার সবকটিতেই জয়ের মুখ দেখেছে তারা। গত ১৬ আগস্ট জার্মান সুপার কাপে স্টুটগার্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে মৌসুম শুরু করেছিল বায়ার্ন।
টানা জয়ের এ পথে এখন পর্যন্ত বুন্দেসলিগায় ৮ ম্যাচ, জার্মান কাপে ২ ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচ খেলেছে কোম্পানির দল। বুন্দেসলিগা টেবিলে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মৌসুমের এ পথ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ৫১ গোল করার বিপরীতে বায়ার্ন গোল হজম করেছে মাত্র ১০টি।
উল্লেখ্য, মিলানকে টপকে বায়ার্নের নতুন রেকর্ড গড়ার পেছনে মূল কারিগর হ্যারি কেইন। বায়ার্নের এই ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে তিনি গোল করতে পারেননি। দুটি হ্যাটট্রিকের পাশাপাশি ৬ ম্যাচে জোড়া গোল করেছেন এ ইংলিশ স্ট্রাইকার।
এমআর