ভারতের হয়ে ইতিহাস, অথচ জানতেন-ই না তাকে তিনে নামতে হবে!

নারী-পুরুষ উভয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে তিনশ’র বেশি রান তাড়ায় সফল হয়েছে ভারত। নারী বিশ্বকাপে তৃতীয়বার ফাইনালে ওঠার পথে তারা অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য পেরিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। মেয়েদের বিশ্বকাপে সবমিলিয়ে এটি সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড। এমন ইতিহাসগড়া জয় সম্ভব হয়েছে রেকর্ড সেঞ্চুরিয়ান জেমিমাহ রদ্রিগেজের কল্যাণে। অথচ ক্রিজে নামার আগমুহূর্তে তাকে তিন নম্বরে ব্যাটিংয়ের কথা জানানো হয়।

আগে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৩৩৮ রান তোলে ফোবে লিচফিল্ডের ১১৯, অ্যালিসা পেরির ৭৭ ও অ্যাশলে গার্ডনারের ৬৩ রানে ভর করে। পরবর্তীতে জেমিমাহ রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হারমনপ্রীত কৌরের ৮৯ রানের সুবাদে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেল ভারত। কেবল স্কোরবোর্ড দিয়েই হয়তো জেমিমাহ’র হার না মানা ইনিংসের বর্ণনা সম্ভব নয়।

আগের ওয়ানডে বিশ্বকাপে বাদ পড়ায় এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নেমে তিন ম্যাচে দু’বার আউট হলেন শূন্য রানে। যা তাকে একাদশ থেকে ছিটকে দেয়। ফলে বিশ্বকাপের আগে ফর্মে থাকা জেমিমাহ পড়েন হতাশার সাগরে। অবশ্য এক ম্যাচ পরই আবার ফিরলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে ক্যারিয়ারে খুব কম সময় তিন নম্বরে খেলা পজিশনে নামানো হয় তাকে। ৫৫ বলে ৭৬ রান করে মান রাখলেন। এবার মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও বড় লক্ষ্য তাড়ায় তিন নম্বরে জেমিমাহ। এবার তো ইতিহাস গড়েই ক্রিজ ছাড়লেন।

জয় নিশ্চিত হওয়ার পর থেকেই কাঁদছিলেন মহারাষ্ট্রের ২৫ বছর বয়সী এই ব্যাটার। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যখন ডাকা হলো, কান্নার জন্য কথাই বলতে পারছিলেন না ঠিকঠাক। সেই অবস্থাতেই জেমিমাহ বললেন, ‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত চার মাসের কাজটা কঠিন ছিল। এটা একা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার ওপর যারা বিশ্বাস রেখেছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’

লিকলিকে গড়নের এই ব্যাটার পেশিবহুল কিংবা শক্তিমত্তা দিয়ে শট খেলেন না। ব্যাটিংয়ের দারুণ দক্ষতা, টাইমিংয়ের সহজাত ক্ষমতা ও কৌশল কাজে লাগানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা তাকে সফল করেছে। অথচ ব্যাটিংয়ে নামার আগে এদিনও তিনে খেলতে হবে বলে জানতেন না জেমিমাহ। ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসের পর জানালেন, ‘তিন নম্বরে ব্যাট করতে যে আমি জানতাম না। দলীয় আলোচনা চলাকালে আমি গোসল করছিলাম। শুধু বলেছিলাম আমাকে জানাতে। মাঠে নামার পাঁচ মিনিট আগে, আমাকে বলা হয়েছিল তিন নম্বরে ব্যাট করতে হবে।’ সেঞ্চুরির পর উদযাপন না করা প্রসঙ্গে জেমিমাহ বলেন, ‘আমার পঞ্চাশ বা শতরানের বিষয় নয়। ভারতকে জিতিয়ে আনার লক্ষ্য ছিল। একটা সেটআপ ছিল। আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হেরেছি।’

প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না বলে উদ্বিগ্ন ছিলেন জেমিমাহ, ‘গত বছর আমাকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। কোনো কিছুই নিজের নিয়ন্ত্রণে ছিল না। এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি। মানসিকভাবে ভাল জায়গায় ছিলাম না। একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। জানতাম আমাকে জ্বলে উঠতে হবে। ইংল্যান্ড ম্যাচে বাদ পড়াটা আরও বড় চ্যালেঞ্জ হয়ে আসে। সবমিলিয়ে আমি বড় কিছু করতে চেয়েছিলাম, সৃষ্টিকর্তা পুরো বিষয় সহজ করে দিয়েছেন।’

আইকে/এসএন


Share this news on:

সর্বশেষ

img
প্রিয়ঙ্কার জন্যই রাজামৌলীর ‘বারাণসী’ ছবির বাজেট বেড়ে ১৩০০ কোটি! Dec 22, 2025
img
পটুয়াখালীতে জামায়াতের এক নেতা বহিষ্কার Dec 22, 2025
img
ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা Dec 22, 2025
img
জকসুতে শিবির প্যানেলের ভিপি-জিএসসহ ৪ প্রার্থীর ছবি বিকৃতি Dec 22, 2025
img

কৌশিক গাঙ্গুলী

টক্সিক মানুষের পেছনে সময় নষ্ট করা বোকামি Dec 22, 2025
img
নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু Dec 22, 2025
img
'ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে' Dec 22, 2025
img
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা Dec 22, 2025
img
ক্লাব কিনে ফুটবলে ফিরছেন দানি আলভেস! Dec 22, 2025
img
অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে শাহরুখ-দীপিকার 'ভ্যানিটি ভ্যান' Dec 22, 2025
img
ভালোবাসায় সংযম ও শ্রদ্ধার গুরুত্ব স্বস্তিকার মন্তব্য Dec 22, 2025
img
কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি বিজেপির শুভেন্দুর Dec 22, 2025
img
এই বাংলাদেশকে আমি চিনতে চাই না : মিঠুন চক্রবর্তী Dec 22, 2025
img
নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 22, 2025
img
'এই আতঙ্ক কখনোই কাম্য নয়', বাংলাদেশ প্রসঙ্গে দেব Dec 22, 2025
img
বিশ্বকাপ জয়ের বিষয়ে নেইমারের চাঞ্চল্যকর মন্তব্য Dec 22, 2025
img
নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী Dec 22, 2025
img
বিয়ে করলেন দেশের জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর 'স্যাম জোন' Dec 22, 2025
img
সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন সাদিক কায়েম Dec 22, 2025
শোকের সময় সাহাবীরা যা করতেন Dec 22, 2025