আইপিএল ২০২৬-কে সামনে রেখে লখনউ সুপার জায়ান্টস দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দলটির নতুন হেড কোচ হিসেবে ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে বলে জানা গেছে।
 
             
        
সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি গত দুই মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় এবার কোচিং প্যানেলে বড় ধরনের রদবদলের পথে এগোচ্ছে।
ভারতের ইনসাইডস্পোর্টস-এর তথ্য অনুযায়ী, দলটি অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছে এবং তার বিকল্প হিসেবে যুবরাজের সঙ্গে সরাসরি কথা বলেছেন মালিক গোয়েঙ্কা।
এর আগে দলটির মেন্টর জহির খানের সঙ্গে চুক্তি শেষ করে নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পদে নিয়েছে দলটি, যা ইঙ্গিত দেয় বড় পরিবর্তনের।
যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে এটি হবে যুবরাজ সিংয়ের প্রথম পূর্ণাঙ্গ কোচিং দায়িত্ব। আইপিএলে দীর্ঘ ও সফল ক্যারিয়ার থাকলেও তিনি এর আগে কোনো দলের কোচ হিসেবে কাজ করেননি। কেবল আবুধাবি টি-টেন লিগে কয়েকজন উদীয়মান খেলোয়াড়ের মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
যুবরাজকে কোচ হিসেবে নেওয়ার অন্যতম কারণ তরুণ ক্রিকেটারদের ওপর তার প্রভাব। শুভমান গিল, অভিষেক শর্মার মতো তারকারা ইউভির আন্ডারে অনুশীলন করে তার কাছ থেকে উন্নতি লাভের কথা জানিয়েছেন। বর্তমানে পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরন সিংকেও পথ দেখাচ্ছেন তিনি।
দলের অনিয়মিত পারফরম্যান্সে পরিবর্তনের খোঁজে থাকা লখনউ সুপার জায়ান্টস মনে করছে, যুবরাজের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং জয়ের মানসিকতা নতুন উদ্দীপনা দিতে পারে দলকে।
তরুণদের নিয়ে একটি শক্তিশালী কোর গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আইকে/এসএন