রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জুলাই সনদ নিয়ে একটি মারাত্মক প্রতারণা হয়েছে। এই সনদকে প্রথমে শুধু বিএনপির প্রতি প্রতারণার মতো মনে হতে পারে, তবে প্রকৃতপক্ষে এটি দেশের সাধারণ জনগণের সঙ্গে প্রতারণার সমান।
             
        
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই সনদ ১৭ অক্টোবর সংসদ প্রাঙ্গণে ঘটা করে স্বাক্ষরিত হয়।
পরে সেটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে কিছু বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়। এতে দেখা যায়, গণভোটের বিষয়টি নোট অব ডিসেন্ট ছাড়া আলোচিত হয়েছে।
 
তিনি বলেন, এ ধরনের প্রক্রিয়া শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং দেশের জনগণকে বিভ্রান্ত করে। এ রকম পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাধারণ মানুষের আস্থা দুই-ই ক্ষতিগ্রস্ত হবে।
এমকে/এসএন