টানা চতুর্দশ জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জিতে তারা ছুঁয়ে ফেলেছিল ইতালির ক্লাব এসি মিলানের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ড। গত শনিবার বরুশিয়া পার্কে বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ৩–০ গোলে হারিয়ে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিল জার্মান জায়ান্টরা। এরপর বুধবার ডিএফবি পোকাল কাপের ম্যাচে এফসি কোলনকে ৪–১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে তারা।
             
        
এই মৌসুমে বায়ার্নের জয়যাত্রা শুরু হয় ফ্রানৎস-বেকেনবাওয়ার সুপারকাপে স্টুটগার্টকে ২–১ গোলে হারিয়ে। এরপর প্রথম রাউন্ডে ভেহেন ভাইসবাডেনকে ৩–২ গোলে হারায় তারা। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচ এবং বুন্দেসলিগার প্রথম আট ম্যাচেই জিতেছে দলটি। সব মিলিয়ে ১৪ ম্যাচে বায়ার্নের গোলসংখ্যা ৫১, হজম করেছে মাত্র ১০টি।
অন্যদিকে ১৯৯২–৯৩ মৌসুমে এসি মিলান জিতেছিল সুপার কপা ইতালিয়া, সাতটি সিরি আ ম্যাচ, তিনটি কোপা ইতালিয়া ম্যাচ এবং তিনটি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচ। সেই মৌসুমে তাদের গোল ব্যবধান ছিল ৪৫–১৩। তুলনায় বায়ার্নের ৫১–১০ ব্যবধান অনেক ভালো।
এমন দুর্দান্ত শুরু আগেও কয়েকবার করেছিল বায়ার্ন। ২০২০–২১, ২০১৫–১৬, ২০১২–১৩, ১৯৮৪–৮৫ এবং ১৯৮০–৮১ মৌসুমেও তারা টানা জয়ের সূচনা করেছিল। তবে সেবার ১২ ম্যাচেই থামতে হয়েছিল তাদের। এবার সে ১৩তম ম্যাচ আর বাধা হয়ে দাঁড়ায়নি তাদের। আর তাতেই রেকর্ডটা গড়ে ফেলেছে বায়ার্ন।
আইকে/এসএন