অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারেননি। আগামী ২১ নভেম্বর অ্যাশেজ শুরু হওয়ার আগে তার দলে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শেফিল্ড শিল্ডে তার সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলেছে।
             
        
অ্যাশেজের আগে ফর্মে ফেরার জন্য মরিয়া খাজা নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে কুইন্সল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে খেলেছেন দারুণ ৮৭ রানের ইনিংস।
মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার এই ইনিংস দলকে ফলো-অন এড়াতে সাহায্য করেছে।
তার এই পারফরম্যান্স নির্বাচকদের আবারও ভাবতে বাধ্য করেছে যে তিনি ওপেনারের স্থান ধরে রাখতে পারেন। তবে খাজা ওপেনার হিসেবে থাকলেও তার সঙ্গী কে হবেন, তা নির্ধারণে নির্বাচকদের সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত এই পজিশনের জন্য সবচেয়ে এগিয়ে আছেন স্যাম কনস্টাস।
অন্যদিকে খাজার কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনশ’রও সুযোগ ছিল নিজের দাবি জানানোর, কিন্তু তিনি ২৯ রানের বেশি করতে পারেননি।
এদিকে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট মার্নাস লাবুশেনকেও ওপেনার করার ব্যাপারে ভাবছে। প্রথম টেস্টে অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া স্টিভ স্মিথও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবেন।
টিজে/টিকে