সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, আমাদের দেশে আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি সবাই ক্ষমতাকেন্দ্রিক। ক্ষমতা যার হাতে থাকে, তাকেই মানুষ তোয়াজ এবং তদবির করে।
             
        
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে যাদের কথায় বাঘে-মহিষে এক ঘাটে পানি খেত, ক্ষমতা চলে যাওয়ার পরে দলের বাহিরে তারা সালমান রুশদিতে পরিণত হয়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেসব লোক ক্ষমতাধর ছিলেন, তারা ক্রিমিনাল ছিলেন না, দুষ্ট ছিলেন না, অন্যায় সম্পর্কে তাদের অভিযোগ নেই। শুধু ক্ষমতার কাছাকাছি দ্রুত ওঠার কারণে আওয়ামী লীগের ভেতরে ঈর্ষাপরায়ণ গ্রুপ তৈরি হলো। পেছনে যারা সমালোচনা করত।আর সাধারণ মানুষ ওবায়দুল কাদের বা আওয়ামী লীগকে যত গালাগাল ও অপছন্দ করত, তার কোটি গুণ করত সুভাষ সিং রায় ও মোহাম্মদ এ আরাফাতকে।
এটাই হলো বাস্তবতা।
এমআর/টিকে