টানটান উত্তেজনার ম্যাচে গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গত ২৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা উঠেছিল ইংল্যান্ডকে হারিয়ে। মানে এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও দক্ষিণ আফ্রিকার কেউই আগে শিরোপা জিতেনি।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালটি মাঠে গড়াবে রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ইলোজ শেরিদান ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। আইসিসি আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।
শেরিদান ও উইলিয়ামস থাকবেন অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়। প্রথমজন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। উইলিয়ামস ছিলেন গ্রপপর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দায়িত্বে। ওই ম্যাচে ২৫২ রান তাড়ায় প্রোটিয়া নারীরা জিতেছিল ৩০ বলে ৫২ রানের সমীকরণ মিলিয়ে।
টিভি আম্পায়ারের দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ডের সু রেডফার্নকে। শ্রীলঙ্কার নিমালি পেরেরা চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারি হিসেবে আছেন শ্রীলঙ্কার মিশেল পেরেইরা।
আরপি/টিকে