তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই স্বাগতিকদের জন্য হয়ে দাঁড়ায় হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। এমন সমীকরণের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে ১৫১ রানের পুঁজি পায় টাইগাররা। তবে ফিল্ডিংয়ের সময় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নুরুল হোসেন সোহান।
             
        
ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেননি নুরুল হাসান সোহান। শুধু সোহনই নন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ফিল্ডিং করতে নেমে ইনিংসের ১১তম ওভারে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান।
নুরুল হাসান সোহান মূলত উইকেরকিপার। তবে লিটন দাস গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোয় আজ তিনি ফিল্ডার। পানি পান করার বিরতি শেষে ১১তম ওভারের খেলা শুরু হলে হঠাৎই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় সোহানকে।
 
দেখে মনে হচ্ছিল, ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। খুব সম্ভবত পায়ে টান খেয়েছেন সোহান। পায়ে ভর করে দাঁড়াতে পারছিলেন না। প্রথমে লিটন-জাকেররা তার পাশে বসেন। এরপর ফিজিও আসেন। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
আরপি/টিকে