মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগতভাবে দেওয়া নকশা করা একটি রুপার নেকলেস নিজের কাছে রাখার জন্য মূল্য পরিশোধ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত সেপ্টেম্বরে ট্রাম্প দম্পতির দ্বিতীয় সফরের সময় স্টারমার এই উপহারগুলো পান। এটি ছিল সেই সফর থেকে একমাত্র উপহার যা তিনি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন।
ট্রাম্প দম্পতি স্টারমারকে আরো দুটি উপহার দিয়েছিলেন একটি গলফ ক্লাব এবং একটি রুপার কাফলিংক সেট, দুটোই ব্যক্তিগতভাবে খোদাই করা। তবে এই দুটি উপহার এবং স্টারমারের স্ত্রী ভিক্টোরিয়ার জন্য দেওয়া একজোড়া কাউবয় বুট ক্যাবিনেট অফিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
সরকারি নীতিমালা অনুযায়ী, কোনো মন্ত্রীর কাছে যদি ১৪০ পাউন্ডের বেশি মূল্যের সরকারি উপহার আসে, তবে তিনি সেটি রাখতে চাইলে উপহারের প্রকৃত মূল্যের সঙ্গে ১৪০ পাউন্ড বাদ দিয়ে বাকি টাকাটা দিতে হয়। যদিও নেকলেসটির মূল্য কত ছিল তা প্রকাশ করা হয়নি এবং ডাউনিং স্ট্রিটও এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এই রাষ্ট্রীয় সফরে ট্রাম্প দম্পতিকে আতিথ্য দেওয়া হয় উইন্ডসর ক্যাসেলে।
স্টারমার ট্রাম্পকে উপহার দেন প্রেসিডেন্সিয়াল সিল ও পদবি-সংবলিত একটি মন্ত্রিসভার লাল বাক্স। মেলানিয়া ট্রাম্পকে দেওয়া হয় ইউক্রেনীয় শিশুদের নকশা করা একটি রেশমের ওড়না। যদিও এসব উপহার মূলত প্রতীকী, তবু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে উপহার বিনিময় অতীতে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে। ২০০৯ সালে গর্ডন ব্রাউন যখন ওয়াশিংটনে বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তিনি ওবামাকে উপহার দেন দাসপ্রথা-বিরোধী জাহাজ এইচএমএস গ্যানেট- এর কাঠ দিয়ে তৈরি একটি শৈল্পিক কলমদানি।
কিন্তু ওবামার উপহার ২৫টি আমেরিকান ক্লাসিক চলচ্চিত্রের একটি সাধারণ ডিভিডি সেট কূটনৈতিক ভুল হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়। তবে কোনো রাষ্ট্রপ্রধানের দেওয়া উপহারের মধ্যে কাতারের পক্ষ থেকে ট্রাম্পকে দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমানকেই সবচেয়ে বড় উপহার বলা হয়, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা তৈরি করেছিল।
রাজনীতিতে প্রবেশের আগে নকল গয়না উপহার দেওয়ার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিনেতা চার্লি শিন দাবি করেছিলেন, ট্রাম্প একবার তার বিয়েতে উপহার হিসেবে যে হীরা ও প্লাটিনামের কাফলিংকস দিয়েছিলেন, সেগুলো পরে নকল প্রমাণিত হয়।
এসএস/টিএ