রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না। সরকারকে নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করার সক্ষমতা আছে বলে মনে হয় না। এই সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না।
সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখি। যে সরকার পুলিশকে তেমন গুরুত্ব দেয় না, সে সরকার কীভাবে ভালো নির্বাচন করবে?
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে সরকার ও সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছেন— ‘ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না’। সেই সরকারের প্রধানই এখন বলছেন— ‘যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। এমন বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে সরকারও নিশ্চিত না তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারবে কিনা।
প্রফেসর ইউনূস কয়েকদিন আগেও বলেছেন— এখন নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে। পুলিশ এখনো তৈরি হয়নি। পুলিশ কি এখনো তৈরি হয়েছে?
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই। উনি ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করেছেন। মুখে তিনি যাই বলেন না কেন, তার কনফিডেন্স লেভেলটা শূন্যের কোটায় গেছে।
আইকে/টিএ