আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফট উপত্যকায় ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
দেশটির এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঙ্গে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভূমিধসের ঘটনায় চাপা পড়া বাড়িঘরের নিচ থেকে এখন পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি।
এক বিবৃতিতে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুমবা মুরকোমেন বলেছেন, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশের উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
গত কয়েক বছরে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে বর্তমানে আরও ঘন ঘন ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগ দেখা যাচ্ছে।
গত বছর দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ কাদা ধস ও আকস্মিক বন্যায় ৬১ জন নিহত হন। এদিকে প্রতিবেশী উগান্ডার পূর্বাঞ্চলেও চলতি সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উগান্ডা রেড ক্রস।
সূত্র: রয়টার্স।
আরপি/টিকে