ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে ঝটিকা মিছিল করার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে দেবীদ্বার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, ওইদিন বিকেলে আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের ছবি সম্বলিত ব্যানার নিয়ে মহাসড়কে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পরে ওই ভিডিও’র সূত্র ধরে জুয়েল (২৮), রাজু (২৫), বাবুল সরকার (৩৫), সাকিব (৩০), গোলাম কিবরিয়া (২২), সুজন (৩০), রেজাউল করিম (৩০), আলাউদ্দিন (৪০), সিজান (১৮), সফিকুল ইসলাম (২৩) ও রুবেল সরকারের (৪৫) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে দেবীদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন যুবলীগ সদস্য মো. জালাল (২৮), ভানী ইউনিয়ন যুবলীগ সদস্য মো. সুজন (২৬) ও মো. রেজাউল করিম (২৭), সুবিল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন সরকার (৩৮), আওয়ামী লীগের সদস্য হরমুজ মুহুরী (৫০) ও মোশারফ হোসেন (৫৪), সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া (২২), গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য জামাল হোসেন (৪৭) ও আবুল কালাম ভোলা (৪০), দেবীদ্বার পৌর যুবলীগ সহ-সভাপতি আল আমিন (৪২), পৌর ছাত্রলীগ নেতা মো. সিজান (১৮), সফিকুল ইসলাম (২৩) ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৪)।
আটকের পর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) জামশেদুল আলম বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ১৩ জনকে এজহারনামীয় আসামি এবং আরো ১০–১৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ভিডিও বিশ্লেষণ করে ১৩ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ইউটি