বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে, কিছু রাজনৈতিক দল এখন আসন্ন নির্বাচন ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। কারণ মানুষ এখন নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করে না।
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আইনজীবী মো. রোকনউদ্দীন মিয়া।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রোকন উদ্দীন মিয়া বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন।গণতান্ত্রিক ধারায় দেশ আবারও ফিরে আসুক এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।
তিনি আরো বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছি। ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র। যেখানে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করার সুযোগ দেন, তবে শিবচরের সার্বিক উন্নয়নই হবে আমার জীবনের মূল লক্ষ্য। অবকাঠামো থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে কর্মসংস্থান সবখানেই পরিবর্তনের ছোঁয়া আনতে চাই। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের মুখে হাসি ফোটানোই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. জহের গোমস্তার সভাপতিত্বে মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহসভাপতি মো. সুজন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুল শরীফ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বোরহান উদ্দিন খান, শিবচর পৌর বিএনপির সদস্য ও শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেজবাহ গোমস্তা, শিবচর পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তা, সাংগঠনিক সম্পাদক মো. রফু গোমস্তাসহ আরো অনেকে।
ইউটি