টিকটক দিয়ে পরিচিতি পেলেও শখের বশে মাঝেমধ্যেই মিউজিক ভিডিও নিয়ে হাজির হন শামীমা আফরিন অমি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘হায়রে ১২ মাস’।
মুক্তির পাঁচ দিনে আধুনিক ফোঁক ধাচের এ গান ভিডিওটি ইউটিউবে দেখেছে ২৬ লাখেরও বেশি দর্শক। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় ৭৩ হাজার এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি।
কেউ কেউ বলছেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে সবখানেই এখন ১২ মাস। টিকটক থেকে দেখতে এলাম। খুব সুন্দর হয়েছে।’ আবার কেউ বলছেন, ‘বলিউড নায়িকাদের মতো লাগছে।
’ এ ছাড়া কেউ বলছেন, ‘অসম্ভব সুন্দর। অমির ড্যান্সটা আরো বেশি সুন্দর হয়েছে।’
শ্রোতা-দর্শকদের এমন সাড়ায় অভিভূত শামীমা আফরিন অমি। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবাই গানটি অনেক পছন্দ করেছেন।
সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই গানটি এখন দেখতে পাচ্ছেন, তাদের ভালো লেগছে, এমন সব মন্তব্য পাচ্ছি।’
কৃষ্ণর প্রেমে রাঁধা পাগল- এমন কথায় গান লেখার পাশাপাশি এতে সুর করেছে সত্য, এবং সংগীত পরিচালনা করেছেন সৌরভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়া সরকার। বিগ বাজেটের এই ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাজমুল ইভান। মিউজিক ভিডিওটিতে অমর সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার রুহুল আমিন।
শুধু তা-ই নয়, এখানে চমক হিসেবে রয়েছেন অভিনেতা শিবা শানুও। এ ছাড়া এতে ভিডিওতে অমির সঙ্গে পারফরম করতে দেখা গেছে ৬০ জন নৃত্যশিল্পীকে।
এ গানের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শামীমা অমি। ‘হায়রে ১২ মাস’ তার পঞ্চম মিউজিক ভিডিও। এর আগে তাকে দেখা গেছে কাজী শুভর ‘ফাঁকি’, হাসান ইকবালের ‘তুমি আমার ক্রাশ’, সাব্বির আহমেদের ‘তোমার ছুরি’ এবং শামসের ‘কে এসেছে তোমার জীবনে’ মিউজিক ভিডিওতে।
টিজে/টিএ