করুর স্ট্যাম্পিডে, যেখানে ৪১ জন প্রাণ হারিয়েছেন, সেখানে তামিল সুপারস্টার অজিত কুমার প্রথমবার মুখ খুলেছেন। সরাসরি থালাপতি বিজয়কে নাম না করেই তিনি রাজনৈতিক প্রহেলিকার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। অজিত বলেন, “আমি কাউকে দোষারোপ করছি না… তবে সেই দিন যা ঘটেছে, তা তামিলনাড়ুর জন্য এক পরিবর্তন আনল। এটি শুধুমাত্র এক ব্যক্তির দোষ নয়। আমরা সবাই দায়বদ্ধ।”
তিনি আরও যোগ করেন, বিশাল জনসমাগম ক্ষমতার প্রদর্শন হিসেবে তোলা কোনো মহৎ কাজ নয়। অজিতের এই বিরল মন্তব্য তার পরিপক্কতা ও সততার পরিচয় দিচ্ছে এবং তামিল চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে জাগরুকতার বার্তা দিচ্ছে।
এবি/টিকে