দুইবার নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেললেও এখনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ভারত। নিজেদের তৃতীয়বারের ফাইনালে আজ (রোববার) তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া মেয়েরাও কখনো চ্যাম্পিয়নের স্বাদ পায়নি। ফলে দুই দলই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে।
ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দিয়েছে বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো টস হয়নি।
সর্বশেষ খবর, বাংলাদেশ সময় বিকাল ৪টা ২৫ মিনিটে মুম্বাইয়ে বৃষ্টি থেমেছে। তবে মাঠ প্রস্তুত করতে আরো বেশ কিছুক্ষণ লাগবে। এখনো টস এবং খেলা শুরুর সময় জানা যায়নি।
আজকের ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় রাখা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু করা গেলে ওভার কমানো হবে না।
কমপক্ষে ২০ ওভারের ম্যাচের জন্য খেলা শুরুর শেষ সময় রাত ৯.৩৮ মিনিট। তখনও খেলা শুরু করা না গেলে ম্যাচ যাবে রিজার্ভ ডে তে। তাহলে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে ম্যাচ।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মোট ৩৪ বার। এর মধ্যে ২০টিতে জিতেছে ভারত। ১৩ জয় দক্ষিণ আফ্রিকার। এক ম্যাচে ফলাফল হয়নি। জয়-পরাজয়ের নিরিখে ভারতেরই পাল্লা ভারী। তবু বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না।
ইতিহাস তৈরির সুযোগ দু’দলের সামনেই। ক্রিকেটভক্তরাও নতুন বিশ্বচ্যাম্পিয়নের অপেক্ষায় আছেন। স্বাগতিক মেয়েরা চ্যাম্পিয়ন হলে বদলে যেতে পারে ভারতী নারী ক্রিকেটের চেহারা। ঠিক যেমন ১৯৮৩ সালে কপিল দেবদের বিশ্বজয় দেশটির ক্রিকেটকে বদলে দিয়েছিল।
এমআর/এসএন