শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর আলটিমেটাম দিয়েছে জুলাই মঞ্চ। খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতারা।
এখনও ধরা পড়েনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত দুই ব্যক্তি। এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ‘শহীদ হাদি চত্বরে’ সংবাদ সম্মেলন করে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, এই হত্যা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বলছে, বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তের প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ, হাদির খুনিদের ময়মনসিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার।
এ সময়, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা। ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।
পরে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নেয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় হাদিকে।
টিকে/টিজে