বলিউডের বাদশা শাহরুখ খান ফের বড় পর্দায় ঝড় তুলতে চলেছেন। অনিরুদ্ধ রবিশুন্দরের তৈরি নতুন সিনেমা ‘কিং’-এর টাইটেল ট্র্যাক শুধুমাত্র গান নয়, এটি এক ধরনের শক্তির ঘোষণা।
দর্শকের মধ্যে উত্তেজনার স্রোত সৃষ্টি করছে গানটি। যেখানে ‘জাওয়ান’ সিনেমা ছিল শান্তিপ্রিয়, সেখানে ‘কিং’ কেবল সাহসী, আক্রমণাত্মক এবং দৃঢ়।
প্রতিটি দৃশ্য ও সুর যেন দর্শকের জন্য সতর্কবার্তা, যে বাদশা ফিরে এসেছেন শক্তিশালী রূপে। শাহরুখের স্ক্রিন প্রেজেন্ট ও গানটির ধ্বনি দর্শককে সম্পূর্ণ আকৃষ্ট করেছে।
ফ্যানরা ইতিমধ্যেই মন্তব্য করেছেন, এটি কেবল একটি গান নয়, বরং এক ধরনের আন্দোলন ও উচ্ছ্বাস। ‘কিং’-এর টাইটেল ট্র্যাকের সঙ্গে শাহরুখের প্রত্যাবর্তন চলচ্চিত্র জগতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।
আরপি/এসএন