জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, নৌকাকে বুকে তোলার দরকার নেই, মাটিতে নামানোরও দরকার নেই। তিনি বলেন, নৌকা নৌকার যায়গায় থাক, পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক কিংবা দলীয় প্যাডে থাকুক, ওটাকে বুকে তুলতে হবে কেন?
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি একথা বলেন। ভিডিওতে সম্প্রতি আলজেরিয়ার দূতাবাস থেকে জ্বালানি উপদেষ্টাকে নৌকা উপহার দেওয়া প্রসঙ্গে কথা বলেন মাসুদ কামাল।
উপহার পাওয়া নৌকার সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মিল নেই উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা উপহারটি কী করবেন তা জানতে চেয়ে স্ট্যাটাস দেন।
এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে মিল নেই এই কথাটি তার মাথা কেন আসলো? এটা তার ব্যক্তিগত সংকীর্ণতা বলে আমি মনে করি না। সমাজে এই মুহূর্তে চলা এনভায়রনমেন্ট তাকে আতঙ্কিত করে তুলেছে।
মাসুদ কামাল বলেন, কারো বাসায় যদি নৌকার প্রতীক থাকে, যদি জানা যায় কোনো বাড়িতে নৌকার প্রতিকৃতি আছে, সেটা সোনার হোক রুপার হোক যা কিছু হোক, ওই বাড়িতে মব অ্যাটাক হতে পারে। যেমন ভারতে আমরা দেখেছি, কোন বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, সেখানে হামলা করে বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়, বাড়ির লোকগুলোকে পুড়িয়ে দেওয়া হয়।
এগুলো মব, এগুলো উন্মত্ত জনতার কর্মকাণ্ড। সেই মবের ভয়ে উনি (জ্বালানি উপদেষ্টা) এটা বলেছেন বলে আমার ধারণা।
জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমাদের পরিচিত এক ভদ্রলোক বিভিন্ন টক শো-তে যেতেন। আমি দেখতাম তিনি একটা মুজিব কোটের মতো পরতেন অথবা অন্য কোনো একটা কোট পরতেন।
তার পকেটে কাছে একটা সোনার তৈরি নৌকা থাকতো। সেটা তিনি সবসময় কোটপিনের মতো লাগিয়ে রাখতেন। সোনার তৈরি নৌকা।
তিনি বলেন, তাকে আমি এখনো দেখি। এখন তিনি দেশের বাইরে পালিয়ে আছেন।
দুই একটা অনুষ্ঠানে দেখলাম টক শো-তে অংশ নিয়েছেন। এখন আমি তার বুকে নৌকা দেখি না, কেন দেখি না? তাহলে তার মন থেকে কি নৌকা উঠে গেছে? তার তো মবের চিন্তা নেই, তিনি তো দেশের বাইরে থাকেন। নৌকার প্রতি ভালোবাসা ব্যাপারটা কিছু না আসলে। নৌকাকে বুকে তোলার দরকার নেই, মাটিতে নামানোর দরকার নেই। নৌকা নৌকার যায়গায় থাক, পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক কিন্তু দলীয় প্যাডে থাকুক, ওটাকে বুকে তুলতে হবে কেন?
মাসুদ কামাল আরো বলেন, দেখবেন সোনার তৈরি ধানের শীষ চলে আসবে খুব শিগগিরই। কয়েকটা দিন অপেক্ষা করেন, ধানের শীষ আসবে, দাঁড়িপাল্লাও আসবে। তখন দেখবেন বুক পকেটের মধ্যে এগুলো লাগিয়ে নিয়ে হাঁটছেন। তখন একটা দলের প্রতি তার কতটা আনুগত্য-ভালোবাসা, তার প্রকাশ ঘটবে ওই প্রতীকটা কত ভরি স্বর্ণ দিয়ে তৈরি তার ওপর। এটা লোক দেখানো ভালোবাসা, এর কোন মূল্য নেই।
এমআর/টিকে