জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ইসির ক্যাপাসিটি নিয়ে এবং নানা ক্ষেত্রে তার স্ট্যান্ডিং নিয়ে আমাদের এখনো অনেক প্রশ্ন আছে। ২০২২ সালের এই আইনে ইসি গঠন করাটাই ভুল হচ্ছে। এটাকে নতুন আইনে সংস্কারকৃত যে প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কারের ওই আইন অনুযায়ী গঠন করা উচিত হবে।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন। সারোয়ার তুষার বলেন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা অন্যের দিকে তাকিয়ে থাকে। সেটা কারা আমরা জানি না। কিন্তু তাদের যে একটা ফার্ম পজিশন এটার অনেক ক্ষেত্রে মিসিং আছে। এর বাইরেও তারা বিতর্কিত দলকে নিবন্ধন দিয়েছে সম্প্রতি, জাতীয় লীগ নামে।
যার সভাপতি-সেক্রেটারি, কার্যালয়-কর্মসূচি কিছুই নাই। তুষার আরো বলেন, আমরা ৪৩ হাজার পাতার নিবন্ধন, কাগজপত্র জমা দিয়েছি। তারা আরো কাগজপত্র চেয়েছে আমরা সেগুলো দিয়েছি। অন্যদিকে এই জাতীয় লীগ নামে দলটা মাত্র ১৭২ পাতা দিয়ে নিবন্ধন পেয়ে গেছে।
যে দলটা এখনো সামনে দৃশ্যমান না। এখানে বড় ধরনের একটা অসংগতি আছে। এই সমস্ত কারণে ইসির ব্যাপারে আমাদের এখনো প্রশ্ন আছে যে, ইসির পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে কি না?
এসএস/টিএ