অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আবারও মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের দুই মুখ। একদিকে এর বিপুল শক্তি, অন্যদিকে ধ্বংসাত্মক ব্যবহার। পঙ্কজ ত্রিপাঠী বলেন, “যদি গঠনমূলক কাজে ব্যবহার করা যায়, তা হলে সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী অস্ত্র। যেখানে প্রত্যেক মানুষের নিজস্ব কণ্ঠ আছে। কিন্তু মাঝে মাঝেই এটাকে খুব ধ্বংসাত্মক ভাবে ব্যবহার করা হচ্ছে।”
পঙ্কজ ত্রিপাঠীর এই বক্তব্য যেন বর্তমান সময়ের বাস্তবতার প্রতিচ্ছবি। যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যম একদিকে শিল্পী, সাধারণ মানুষ ও সমাজকে কাছে এনেছে, অন্যদিকে তা হয়ে উঠেছে ঘৃণা, বিভাজন ও ভুল তথ্যের উৎস—তা এখন প্রায়ই দেখা যায়।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী সবসময়ই সচেতন নাগরিকের ভূমিকায় কথা বলেন। অভিনয়ে যেমন বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেন, ঠিক তেমনই সমাজ নিয়ে তাঁর মন্তব্যও থাকে তীক্ষ্ণ কিন্তু ভারসাম্যপূর্ণ। এই বক্তব্যে তিনি তরুণ প্রজন্মকে ইঙ্গিত দিয়েছেন, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমকে ভাবনার ক্ষেত্র, সচেতনতার মঞ্চ হিসেবে ব্যবহার করে, অপব্যবহারের জায়গা না বানায়।
তিনি আরও বলেননি, কিন্তু তাঁর বক্তব্যে যেন এক নীরব আহ্বান লুকিয়ে আছে—মানুষ যেন এই বিশাল মাধ্যমের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগায়। কারণ, এখানেই পরিবর্তনের সূচনা ঘটতে পারে, আবার এখানেই ধ্বংসের বীজও রোপণ হতে পারে।
আরপি/টিএ