নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন উপদেষ্টা আসিফ
মোজো ডেস্ক 03:28AM, Nov 04, 2025
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমকে তিনি এমনটাই জানান।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবো।
এদিকে, ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়াও কয়েকটি আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকাও জানা গেছে।