বলিউডের আলোচিত অভিনেত্রী সারা আলি খান আবারও ভক্তদের মন জয় করেছেন। এইবার তার ভ্রমণ ডায়েরির স্থান ছিল সৌদি আরবের আলউলা। প্রাচীন ধ্বংসাবশেষ, মরুভূমির সোনালি বালি আর নিস্তব্ধ পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সারা তার ভ্রমণের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। তিনি পোস্টে “Maybe God created the desert so that man could appreciate the date trees” উদ্ধৃতিটি দিয়েছেন, যা তার ভ্রমণপ্রিয়তা ও অন্তর্দৃষ্টি প্রকাশ করছে।
সারা আলি খান আলউলার বিখ্যাত স্থাপত্য কাসর আল-ফারিদ ঘুরেছেন, মরুভূমির মাঝে সাইক্লিং করেছেন এবং মা অমৃতা সিংহের সঙ্গে শান্ত মুহূর্ত কাটিয়েছেন। তার ভ্রমণ শুধু সৌন্দর্য নয়, সাংস্কৃতিক গভীরতাকেও ফুটিয়ে তুলেছে। মরুভূমি-প্রেরিত পোশাক — হালকা সাদা পোশাক, প্রাণবন্ত রিসোর্ট ওয়্যার এবং চাঁদনি রাতে বিকিনি — ভ্রমণ ডায়েরির সৌন্দর্য আরও বাড়িয়েছে।
এটি এমন সময় এসেছে যখন সারা আলি খানের চলচ্চিত্র সূচি অত্যন্ত ব্যস্ত। তিনি মেট্রো, ইন ডিনো এবং স্কাই ফোর্স-এ অভিনয় করেছেন এবং এ ওয়াতান মেরে ওয়াতান ও মার্ডার মুবারক-এর মাধ্যমে ওটিটিতে সাড়া ফেলেছেন। আগামী বছর ২০২৬ এ  তাকে পাতি পাত্নী ওর ওহ ২-এ আয়ুশমান খুরানার সঙ্গে নতুন ছবিতে দেখা যাবে।
সারা প্রমাণ করেছেন, তিনি কেবল অভিনেত্রী নন, বরং প্রতিটি ফ্রেমেই গল্প বলেন। ভ্রমণ ও ফ্যাশনের মেলবন্ধন তার ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে দাঁড়িয়েছে।
আরপি/এসএন