নির্বাচনী মাঠ আর আগের মতো নেই বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
 
জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও গেজেট প্রকাশ হয়।
 
ওই প্রসঙ্গে সারিজস লিখেছেন, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মত নাই। 
এনসিপির এই নেতা লিখেছেন, আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।
কেএন/টিকে