টলিউডে নতুন এক মিথ-থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন দক্ষিণের জনপ্রিয় নায়ক নাগা চৈতন্য। সিনেমার নাম ‘এনসি২৪’, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন মীনাক্ষী চৌধুরী। প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে মীনাক্ষীর প্রথম লুক, যেখানে দেখা যাচ্ছে তাকে ডাক্ষা নামে এক দৃঢ়চেতা প্রত্নতত্ত্ববিদ হিসেবে। চরিত্রটি যেমন রহস্যে ঘেরা, তেমনি তীব্র আবেগ ও অনুসন্ধানে ভরপুর।
কার্তিক দান্ডু পরিচালিত এই সিনেমাটি নির্মিত হচ্ছে উচ্চ ঝুঁকি, আবেগ ও রহস্যের মিশেলে গড়া এক কাহিনিতে। ‘থান্ডেল’-এর সাফল্যের পর নাগা চৈতন্য এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন। অন্যদিকে, মীনাক্ষীর ডাক্ষা চরিত্রটি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেই দেখা হচ্ছে, যা সিনেমার কেন্দ্রীয় রহস্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন ‘লাপাটা লেডিস’-খ্যাত অভিনেতা স্পার্শ শ্রীবাস্তব। সংগীত পরিচালনা করছেন অজনীশ বি লোকনাথ, চিত্রগ্রহণে রাগুল ডি হেরিয়ান এবং সম্পাদনায় নাভিন নুলি।
প্রযোজনায় আছেন বিইভিএসএন প্রসাদ ও সুকুমার, তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিসিসি ও সুকুমার রাইটিংস-এর ব্যানারে তৈরি হচ্ছে ‘এনসি২৪’। বর্তমানে ছবির শুটিং চলছে হায়দরাবাদে।
রহস্য, আবেগ আর দৃশ্যমান সৌন্দর্যের সমন্বয়ে ‘এনসি২৪’ ইতিমধ্যেই টলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে। ভক্তরা অপেক্ষা করছেন নাগা চৈতন্য ও মীনাক্ষীর নতুন রসায়ন দেখার জন্য।
ইউটি/টিএ